ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

বাংলা একাডেমীতে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১১

ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলা একাডেমী তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে বাংলা একাডেমী ১৪ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০১১ পর্যন্ত একাডেমীর রবীন্দ্রচত্বরে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

এছাড়া স্বাধীনতার ৪০ বছরে উপলক্ষে বিজয় উৎসব অনুষ্ঠিত হবে।

১৪ ডিসেম্বর সকাল ৮ টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৯ টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪ টায় ‘বুদ্ধিজীবী হত্যা, যুদ্ধাপরাধ ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।

এতে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। প্রবন্ধ উপস্থাপন করবেন ড. জিনাত হুদা অহিদ। আলোচনা করবেন অধ্যাপক পান্না কায়সার, শাহরিয়ার কবির, ড. এম. এ. হাসান।

সবশেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময় ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।