ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

ঢাকার শিলালিপি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ১৭ ডিসেম্বর শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১
ঢাকার শিলালিপি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ১৭ ডিসেম্বর শুরু

ঢাকা: ঢাকার শিলালিপি নিয়ে ‌`প্রাচীনকাল থেকে মুঘল আমল’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে। শেষ হবে ১৯ ডিসেম্বর।



তিনদিন ব্যাপী এ প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানকশাহী সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত হবে।

ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি প্রদর্শনীটির আয়োজন করছে।

এ কমিটি ঢাকার প্রাচীনকাল থেকে মুঘল আমল পর্যন্ত স্থাপত্য বিষয়ে শিলালিপি, আলোকচিত্র, চিত্রকর্ম ও স্থাপত্য নক্শাভিত্তিক আলাদা আলাদা গ্রন্থ প্রণয়ন ও প্রদর্শনীর আয়োজনের উদ্যোগ নিচ্ছে।

এরই প্রথম পদক্ষেপ এ আলোকচিত্র প্রদর্শনী।

প্রদর্শনীতে ফরাসি, আরবি, লাতিন, পর্তুগিজ, আর্মেনীয়, ইংরেজি ও সংস্কৃত ভাষার শিলালিপি অনুবাদসহ প্রদর্শিত হবে।

১৭ ডিসেম্বর সকাল ১০টায় যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করবেন কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফীন সিদ্দিক ও প্রাচীন বঙ্গ বিষয়ে গবেষণায় সহায়তার উদ্দেশে গঠিত ট্রাস্ট ফান্ডের উদ্যোক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।