ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

কুবিতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
কুবিতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন কুবিতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) কুবির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ৫০১ নম্বর রুমে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ।

কলা ও মানবিক অনুষদের ডিন ড. জিএম মনিরুজ্জামানে সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী।

 

এসময় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক শফি আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সম্মেলনে ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তপোধীর ভট্টাচার্য উপস্থিত থাকার কথা থাকলেও ভারতের লোকসভার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

সম্মেলন শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.বিশ্বজিৎ ও জাবি’র ইংরেজি বিভাগের অধ্যাপক শফি আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।