ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘স্রোত আবৃত্তি সংসদ’র নেতৃত্বে মাসুদুজ্জামান ও মাহফুজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৪, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
‘স্রোত আবৃত্তি সংসদ’র নেতৃত্বে মাসুদুজ্জামান ও মাহফুজ মাসুদুজ্জামান ও মাহফুজ। ছবি-সংগৃহীত

ঢাকা: মাসুদুজ্জামানকে সভাপতি ও মাহফুজ মাসুমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ‘স্রোত আবৃত্তি সংসদ’র নতুন কমিটি গঠন করা হয়েছে। 

রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) স্রোত আবৃত্তি সংসদের ২৩তম সম্মেলন শেষে এক বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সাংগঠনিক ও দপ্তর সম্পাদক পদে ইয়াসির আরাফাত অভি, অর্থ ও তথ্য-যোগাযোগ সম্পাদক পদে আজিম রানা, অনুষ্ঠান সম্পাদক পদে মাহফুজ তুহিন, কর্মশালা সম্পাদক পদে ফারহানা আক্তার, প্রচার সম্পাদক পদে আনিসুর রহমান রিমন, প্রকাশনা সম্পাদক পদে সুবর্ণ আহসান নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে ফখরুল ইসলাম তারা, মাহফুজ রিজভী, প্রজ্ঞা হক, এনায়েত শাওন ও শারমিন জাহান মৌ নির্বাচিত হয়েছেন।

১৯৮৮ সালের ১১ নভেম্বর যাত্রা শুরু করে স্রোত আবৃত্তি সংসদ। বাঙালি সংস্কৃতি চর্চার ধারাবাহিতায় ৩১ বছর ধরে স্রোত আবৃত্তি সংসদ দুই শতাধিক আবৃত্তি প্রযোজনা মঞ্চায়ন করেছে। এছাড়া সফলভাবে সম্পন্ন করেছে ৪০টি আবৃত্তি কর্মশালা। বর্তমানে স্রোতের ৪১তম আবৃত্তি কর্মশালার কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এমইউএম/এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।