ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

শিল্পকলায় বাউলসঙ্গীত উৎসব শুরু বৃহস্পতিবার

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
শিল্পকলায় বাউলসঙ্গীত উৎসব শুরু বৃহস্পতিবার শিল্পকলায় বাউলসঙ্গীত উৎসব শুরু বৃহস্পতিবার

ঢাকা: শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের বাউলদের যৌথ সঙ্গীত নিয়ে ‘বাউলসঙ্গীত উৎসব’। ‘মানুষ্যত্ব যার সত্য হয় মনে সে কি অন্য তত্ত্ব মানে’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।

বৃহস্পতিবার (২৬ জুলাই) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করছে লালন বিশ্ব সংঘ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে। এছাড়া সহযোগিতা করছে ভারত-বাংলাদেশ ফাউন্ডেশন।

তিন দিনের এ বাউল সঙ্গীত উৎসবে ভারত ও বাংলাদেশের শতাধিক বাউল শিল্পী গান পরিবেশন করবেন। এদের মধ্যে বাউল শফি মণ্ডল, টুনটুন ফকির, ক্লোজআপ ওয়ান তারকা সালমা, বিউটি, সঞ্জয় কীর্তনিয়া, হৃদয় সরকার, আলিয়ার শাহ, হারুণ ফকির, বন্যশ্রী, হীরক রাজা, তৌহিদা সরকার, রাজ্জাক শাহ, রীতা সরকার, আরজু শাহ, সমীর বাউল, মেরিনা আক্তারসহ আরও অনেকে।

উদ্বোধনী দিন বৃহস্পতিবার বিকেল ৫টায় উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় আরো উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। এদিন বিকেলে থাকছে ‘ফকির লালন শাহ ও বাংলার ফকিরী গানের উত্তরাধিকার’ শীর্ষক বিশেষ প্রদর্শনী। রাত সাড়ে ৮টায় শুরু হবে দুই বাংলার বাউলশিল্পীদের সঙ্গীত পরিবেশনা।

শুক্রবার বিকেল ৪টায় ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মোকাবিলায় বাউল দর্শনের প্রয়োজনীয়তা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন বাউল গবেষক আবদুল মান্নান। এদিন বিকেল ৫টা থেকে শিল্পীদের পরিবেশনায় থাকছে কালজয়ী বাউল গানের পরিবেশনা।

শনিবার বিকেল ৫টায় উৎসবের সমাপনী দিনে ‘দুই বাংলার বাউল সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসন রিমি। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে পরিবেশনা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad