ঢাকা যদি থাকতো ঢাকা
ডুবতো কী আর রাস্তাতে,
ভিজে ভিজে মানুষগুলো
থাকতো কী আর বস্তিতে।
ঢাকা যদি থাকতো ঢাকা
ঘুরতাম মনের খুশিতে,
বৃষ্টি-বাদল থোড়াই কেয়ার
থাকতো কে আর ছাতাতে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসএনএস ।
ঢাকা যদি থাকতো ঢাকা
ভিজতো কী আর বৃষ্টিতে,
তোমার-আমার জীবন কী আর
কাটতো এত কষ্টতে।
ঢাকা যদি থাকতো ঢাকা
ডুবতো কী আর রাস্তাতে,
ভিজে ভিজে মানুষগুলো
থাকতো কী আর বস্তিতে।
ঢাকা যদি থাকতো ঢাকা
ঘুরতাম মনের খুশিতে,
বৃষ্টি-বাদল থোড়াই কেয়ার
থাকতো কে আর ছাতাতে।