ঢাকা, বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব সন্ধান নিয়ে ওবায়দুর রহমানের বই

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব সন্ধান নিয়ে ওবায়দুর রহমানের বই

জ্ঞান-বিজ্ঞানের আলোকে একটি প্রশ্ন মানুষের মনকে প্রায়ই নাড়া দিয়ে যায় - এই মহাবিশ্বে পৃথিবী ছাড়া আর অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা।

এ নিয়ে বহু গবেষণা হয়েছে, হচ্ছে।

লেখা হয়েছে অসংখ্য বই, তৈরি হয়েছে সিনেমা। কিন্তু পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব রয়েছে এমন তথ্য বিজ্ঞানীদের হাতে এখনও পৌঁছায়নি।

এ ধরনের গবেষণা মূলত পশ্চিমা দেশগুলো করলেও বাংলাদেশে আগ্রহের কমতি নেই।

সেই প্রেক্ষিতে মহাবিশ্বে ভিনগ্রহ ও উপগ্রহে প্রাণের অস্তিত্ব থাকার ব্যাপক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে সম্প্রতি বের হয়েছে তরুণ বাংলাদেশি লেখক ওবায়দুর রহমানের নতুন বই “দ্যা সার্চ ফর এক্সট্রা টেরেসট্রিয়াল লাইফ ইন দি ইউনিভার্স”।

ইংরেজি ভাষায় লেখা এই বইটির মাধ্যমে লেখক ওবায়দুর রহমান বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করেছেন কেন মহাবিশ্বে পৃথিবী ছাড়া অন্য গ্রহে প্রাণের সম্ভাবনা থাকাটা একই সাথে অত্যন্ত যুক্তিসঙ্গত এবং স্বাভাবিক।

বইটিতে রয়েছে পাঁচটি অধ্যায়। মহাবিশ্ব কেন্দ্রীক বহু বিষয় লেখক তার বইতে সাবলিল ভাষায় তুলে ধরার চেষ্টা করেছেন।

এর সঙ্গে সংশ্লিষ্ট পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, জীববিদ্যা, রসায়ণ, ইতিহাস, ধর্ম, জীবনের বিবর্তন ও মহাকাশ বিজ্ঞানের যে সম্পর্কে তাও উঠে এসেছে বইটিতে। রয়েছে অনেক রোমাঞ্চকর ঘটনাও

আরও উপস্থাপন করেছেন লেখক প্রাচীন মহাকাশচারী তত্ত্ব বা এনসিয়েন্ট এস্ট্রোনাট থিয়োরি এবং তার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ, বিবর্তনের ইতিহাস।

প্রাণের উৎস সন্ধানে বিশ্বের বিভিন্ন সংস্থা যেমন নাসা এবং সেটি’র নানা উদ্যোগ, রেডিও টেলিস্কোপ ও স্পেস প্রোবদের কথা- বিস্তারিত তথ্যও যুক্ত করা হয়েছে বইটিতে।

এটি লেখকের তৃতীয় বই। বের করেছে স্লিক পাবলিকেশন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।