ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফেনীতে সেলিম আল দীন স্মরণসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, জানুয়ারি ২৮, ২০১৬
ফেনীতে সেলিম আল দীন স্মরণসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেণী: নাট্যাচার্য সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পিতৃভূমি ফেনীর সোনাগাজীতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সেনেরখিল গ্রামে তার নিজ বাড়িতে এ সভার আয়োজ করে স্থানীয় সংগঠন ‘এভারগ্রিন সকার ক্লাব’।



মুক্তিযোদ্ধা মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।

কবি শাবিহ মাহমুদের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নাট্যাচার্যের সহোদর বোরহান উদ্দিন, স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওরফে ভুট্টো, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী আসাদুজ্জামান দারা, শওকত মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময় : ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।