ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

সুফিয়া কামালের জন্ম শতবর্ষ উদযাপন

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জুন ২২, ২০১১
সুফিয়া কামালের জন্ম শতবর্ষ উদযাপন

বাংলাদেশের সাংস্কৃতিক ও নারী জাগরণের আন্দোলনে, সামাজিক ন্যায় এবং মানবিক অধিকার প্রতিষ্ঠায় সুফিয়া কামাল আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তাঁর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন সুফিয়া কামালের পরিবারের সহোযোগিতায় পাঁচ দিনব্যাপী ‘তার দীর্ঘ ছায়ায়’ শীর্ষক এক উৎসবের আয়োজন করেছে।



উৎসবে সংগীতানুষ্ঠান ছাড়াও সুফিয়া কামালের স্মৃতিচিহ্নিত আসবাব, চিঠিপত্র ও আলোকচিত্রের এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

২৪ জুন বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠানের উদ্ধোধন করেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আনিসুজ্জামান।

প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া ২৮ জুন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান। এ দিনই শেষ হবে প্রদর্শনী।

বাংলাদেশ সময় ১১৫৫, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।