ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

একজোড়া কবিতা | সৈয়দ ইফতেখার ‍আলম

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
একজোড়া কবিতা | সৈয়দ ইফতেখার ‍আলম

দীপান্বিতা

কত রোদ ডাকে দীপান্বিতা
সড়কের ধুলো যেন মেঘ হয়ে ওড়ে,
বাংলায় নাম লিখে করেছিলে আপন

ঝাঁকি দেয় ক্রন্দন, একবারও ভাবলে না বলে
কলাপাতা সবুজ শাড়ি এবং থ্রিপিস...
যাযাবর হোক এই সময়—তুমি আমি আমরা তো নই,
আজ আমি আছি; তুমি কই, দীপান্বিতা?

শুধু দীপান্বিতা তুমি স্কুলের কাঠপেন্সিল।


শরীরে বাতাবি লেবুর গন্ধ

শুয়ে থাকার দিন শেষ।

আড়মোড়া দিয়ে জেগে দেখি তুমি নেই...
বসন্তে পাতা ঝড়ার মতো, ছেঁড়া চুল বাহুতে রেখে
কতকাল দূরে থাকবে? ওসব তো দু’জন চোখ বন্ধ করলেই পাই।
ওহ, নতুন দিন! দমকা। তুমি পুরাতন, তবুও তোমাকেই...

বিস্মিত হইও না। নাপাক দৃষ্টি! আগেও হয়নি!
তীব্র রোদে ধবধবে তোমার চিকচিকে
বাদাম খাওয়া দিনের কসম—
শরীরে বাতাবি লেবুর গন্ধ, আজও

শীত এলে না, এলেও।



বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।