ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

উদ্বোধন করলেন ১৯ নারীলেখক

শুদ্ধস্বর-এর বৈশাখী বইমেলা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১১
শুদ্ধস্বর-এর বৈশাখী বইমেলা

বাংলা নতুন বছর উপলক্ষে সৃজনশীল প্রকাশনা শুদ্ধস্বর-এর পাঁচ দিনব্যাপী বৈশাখী একক বইমেলা শুরু হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার বিকেল ৫টায় শাহবাগের সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে যৌথভাবে মেলা উদ্বোধন করেন শুদ্ধস্বর থেকে প্রকাশিত বইয়ের ১৯জন নারীলেখক।

বেলুন উড়িয়ে যৌথভাবে মেলা উদ্বোধনে অংশ নেন আনোয়ারা সৈয়দ হক, মাসুদা ভাট্টি, ঝর্না রহমান, অদিতি ফাল্গুনী, নভেরা হোসেন, শামীমা বিনতে রহমান, বদরুন নাহার, গীতা দাস, ইলিরা দেওয়ান, মধুমিতা চক্রবর্তী, শামীম রুনা, শাকিলা হোসেন, নাহিদ হক, জিনান সৈয়দ, লীনা ফেরদৌস, রেজওয়ানা বুলবুল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে নারীলেখকরা বলেন, বর্তমানে নারীনীতি নিয়ে মৌলবাদী চক্রের প্রতিক্রিয়াশীল কার্যক্রমের বিপরীতে নারীলেখকদের দিয়ে বইমেলা উদ্বোধন করিয়ে শুদ্ধস্বর সাহসের পরিচয় দিয়েছে।

শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী বলেন, নারীদের সৃজনশীল তৎপরতাকে শুদ্ধস্বর বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিবেচনা করে। তাই এবারের বইমেলায় শুদ্ধস্বর নারীলেখকদের রেকর্ডসংখ্যক বই প্রকাশ করেছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

সাতটি বিভাগীয় শহরে শুদ্ধস্বরের বছরব্যাপী বইমেলা আয়োজনের অংশ হিসেবে প্রথমে ঢাকা বিভাগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমিশনে বই বিক্রি হবে।

বইমেলা চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। শেষ হবে ৩০ এপ্রিল।  

বাংলাদেশ সময় ২০২৫, এপ্রিল ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।