ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

শিল্প-সাহিত্য

কবি মোহাম্মদ রফিকের মাতৃবিয়োগ

শোক/শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
কবি মোহাম্মদ রফিকের মাতৃবিয়োগ

একুশে পদকপ্রাপ্ত ও বাংলা কবিতায় ষাটের দশকের অন্যতম স্বতন্ত্র কণ্ঠ কবি মোহাম্মদ রফিকের মাতা মোসাম্মৎ রেশাতুন নাহার মারা গেছেন। মঙ্গলবার সকালে বরিশালে বড় মেয়ের বাসায় তাঁর মৃত্যু হয়।



তিনি ছয়পুত্র ও দুই কন্যার জননী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থসচীব, বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক তাঁর চতুর্থ সন্তান। মৃত্যুকালে এই রত্নগর্ভা মায়ের বয়স হয়েছিল ৮৬ বছর।

পরিবার সূত্র জানিয়েছে, ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে কবি মোহাম্মদ রফিকের গ্রামের বাড়ি বাগেরহাটের বৈটপুরে তিনি চিরনিদ্রায় শায়ীত হন।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।