bangla news

ঢাবির চারুকলায় বসুধা শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৪-০১ ১০:৫৬:২০ এএম

স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হয়েছে বসুধা শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

ঢাকা: স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হয়েছে বসুধা শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

শুক্রবার বিকেলে অনুষদ প্রাঙ্গনে আয়োজিত এ প্রতিযোগিতায় সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় আড়াই  হাজার প্রতিযোগী অংশ নেয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটি (বিকেইএস) এ প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিকেইএসের চেয়ারম্যান লায়ন একেএম ফজলুল হক।

উদ্বোধনকালে তিনি বলেন, শিশুদের মেধা-মনন বিকাশে এ প্রতিযোগিতা ব্যাপক সাহায্য করবে।   প্রতিযোগিতার এ যুগে তাদেরকে আগামীতে যেকোনো ধরনের কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।  

এসময় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন বসুধা বিল্ডার্স লি: এর টেকনিক্যাল ডিরেক্টর মেজর (অব:) মো. জাহিদুর রহমান, বিকেইএস’র মহাসচিব মো. আশরাফ আলী মোল্লা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বসুধা বিল্ডার্স এর নির্বাহী পরিচালক রেহনুমা ইয়াসমিন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিল্প-সাহিত্য বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
db 2011-04-01 10:56:20