ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় ৪০ শিল্পীর প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় ৪০ শিল্পীর প্রদর্শনী

ঢাকা: বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় বরেণ্য ৪০ শিল্পীর শিল্পকর্ম নিয়ে দ্বিতীয় দলীয় চিত্রপ্রদর্শনী শুক্রবার (১৪ নভেম্বর) শুরু হয়েছে।

এদিন বিকালে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম প্রদর্শনীটির উদ্বোধন করেন।



অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হাফিজুর রহমান।

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ।

তিনি জানান, গত এপ্রিলে চিত্রশালায় ১ম প্রদর্শনী হয়েছিল এবং এরই ধারাবাহিকতায় ২য় প্রদর্শনী হচ্ছে।

চিত্রশালা সব শিল্পীর ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।

১৪ নভেম্বর (শুক্রবার) শুরু হওয়া এ প্রদর্শনী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।
 
আয়োজকরা জানান, প্রদর্শনীতে শিল্পী আন্ওয়ারুল হক, মীর মোস্তফা আলী, কাজী আবদুল বাসেত, মো. শামসুল ইসলাম নিজামী, মাহ্বুবুল আমিন, মনসুর-উল-করিম, ইব্রাহিম, মো. মোমিনুল ইসলাম রেজা, কে এম এ কাইয়ুম, রফিকুল ইসলাম সিদ্দিকী, তরুণ ঘোষ, মোহাম্মদ ইউনুস, টি এ কামাল কবীর, সাধনা ইসলাম, জামাল আহমেদ, নাসরীন বেগম, মোস্তাফিজুল হক, রেজাউন নবী, রোকেয়া সুলতানা, আহমেদ শামসুদ্দোহা, গোলাম ফারুক বেবুল, সৈয়দ হাসান মাহমুদ, মো. মোসলেম মিয়া, আইভি জামান, সাইদুল হক জুঁইস, খালিদ মাহমুদ মিঠু, শেখ আফজাল, দিলারা বেগম জলি, নিসার হোসেন, মোখলেসুর রহমান, ফারেহা জেবা, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ ইকবাল, আতিয়ার ইসলাম এ্যানি, কনক চাঁপা চাকমা, অশোক কর্মকার, মোহাম্মদ নজরুল ইসলাম, আহমেদ নাজির, আমিরুল  মোমেনিন চৌধুরী ও মোস্তফা শরীফ আনোয়ার তুহিনের শিল্পকর্ম স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়:২১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।