ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

পিঁপড়াবিদ্যা নিয়ে প্রতিপক্ষের আলোচনা রোববার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
পিঁপড়াবিদ্যা নিয়ে প্রতিপক্ষের আলোচনা রোববার

৯ নভেম্বর, রোববার বিকাল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘সাহিত্য পত্রিকা ‘প্রতিপক্ষ’—“পিঁপড়াবিদ্যা এবং নতুন সিনেমার সম্ভাবনা” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে।

অনুষ্ঠানে পিঁপড়াবিদ্যা চলচ্চিত্রের পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী উপস্থিত থাকবেন।



আলোচনা করবেন ফরহাদ মজহার, নূরুল আলম আতিক, গোলাম রাব্বানী বিপ্লব, মোহাম্মদ আজম,  সুমন রহমান, পিপলু আর খান, রেদোয়ান রনি ও তৈমুর রেজা।

আলোচনা শেষে মিট দ্য ডিরেক্টর অংশে থাকবে সিনেমাটি নিয়ে মোস্তফা সরওয়ার ফারুকীর সঙ্গে উপস্থিত আগ্রহীদের প্রশ্ন-উত্তর পর্ব।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত জানিয়ে—সাহিত্য পত্রিকা প্রতিপক্ষের তরফে তাসমিয়াহ আফরিন মৌ, ওয়াহিদ সুজন, মাহাবুব রহমান ও মোহাম্মাদ রোমেল আগ্রহী সকলকে অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন।



বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।