ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

দ্য ঢাকা প্রিন্ট ক্লাবের প্রথম ছাপচিত্র প্রদর্শনী

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
দ্য ঢাকা প্রিন্ট ক্লাবের প্রথম ছাপচিত্র প্রদর্শনী

‘দ্য ঢাকা প্রিন্ট ক্লাব শো’—শিরোনামে প্রথমবারের মতো যৌথ ছাপচিত্র প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে দ্য ঢাকা প্রিন্ট ক্লাব। শনিবার বিকেল ৫টায় রাজধানীর গুলশান-১-এ বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শনী উদ্বোধন হবে।



২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর—টানা দুই সপ্তাহব্যাপী এ প্রদর্শনী চলবে। এতে বিশিষ্ট ছাপচিত্র শিল্পী রোকেয়া সুলতানাসহ উদিয়মান আরো আট শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হবে।

তারা হলেন, মাহাবুর রহমান, শাহ সায়েদ কে এম এস এ মোকাদ্দেসুর, শেখ ফারহান টুম্পা, পলাশ বরান বিশ্বাস, ঝোটন চন্দ্র রায়, ফারজানা হক, আব্দুল্লাহ আল বাশির ও রাশিদা আখতার।

প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।



বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।