ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

শাকুর মজিদের ভ্রমণগ্রন্থ ‘অন্নপূর্ণায়’-এর প্রকাশনা অনুষ্ঠান

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
শাকুর মজিদের ভ্রমণগ্রন্থ ‘অন্নপূর্ণায়’-এর প্রকাশনা অনুষ্ঠান

শনিবার সন্ধ্যা ৬টায় ধানমণ্ডির ছায়ানট মিলনায়তনে স্থপতি, লেখক ও পর্যটক শাকুর মজিদের ১৬তম ভ্রমণগ্রন্থ ‘অন্নপূর্ণায়’-এর প্রকাশনা অনুষ্ঠান আয়োজিত হবে।

২০১৩ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত এশীয় স্থপতিদের (আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল অব এশিয়া—আর্কেশিয়া) সম্মেলনে বাংলাদেশী স্থপতিদের সঙ্গে নেপালের বেশ কয়েকটি অঞ্চলে ৮ দিন অতিবাহিত করেন লেখক।

৮ দিনের ওই নেপাল ভ্রমণের গ্রন্থিত রূপই প্রকাশিতব্য ‘অন্নপূর্ণায়’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত এইচ কে শ্রেষ্ঠা ছাড়াও বিশিষ্ট কবি ও স্থপতি, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (আইএবি) রবিউল হুসাইন—আইএবি, আর্কেশিয়া, সিএএ’র সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, আইএবি’র সভাপতি ড. আবু সাঈদ এম আহমেদ উপস্থিত থাকবেন।

স্থপতি ও বাচিক শিল্পী কাজী এম আরিফের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেবেন প্রকাশক মোস্তফা সেলিম, ধন্যবাদ জ্ঞাপন করবেন আইএবি’র সহ-সভাপতি এবং ফ্রেন্ডস অব আর্কেশিয়ার সমন্বয়কারী স্থপতি গোলাম নাসির। অনুষ্ঠানের শুরুতে নেপাল ভ্রমণ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের নির্বাচিত অংশ দেখানো হবে।

১৬টি রঙিনসহ মোট ১২৮ পৃষ্ঠার এ বইটি প্রকাশ করেছে উৎস প্রকাশন। বিনিময় মূল্য ২৬০ টাকা।



বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।