ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

তিনটি কবিতা | গনী আদম

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪
তিনটি কবিতা | গনী আদম স্কাল্পচার: ইভান লিওজিঙ্গার

ঘরে বাইরে আকাশে মনে

ঘরের বাইরে আকাশ
আকাশে মেঘ, মেঘে বৃষ্টি
বৃষ্টি পড়ে উঠোনে। উঠোন লাগোয়া ঘর

ঘরের বাইরে মন, মনের ভেতরে আকাশ
আকাশে কাহার ঘর?

ঘরের বাইরে চোখ, চোখের গহীনে কুয়াশা
কুয়াশা মানেই ভুল নয়, ভয় নয়
বরং বেহিসেব ও ভালোবাসা— যারা তা বুঝেছে, তারা
যারা তা বোঝেনি, তারা
এবং যারা গোপনের সবটুকু বুঝেও বলবে না
সকলে সমানভাবেই সবটুকু আকাশ ও মেঘের উত্তরাধিকার

বৃষ্টি সবাইকে ঘরের বাহির করে, উঠোনে ভিজতে ডাকে


স্বগতোক্তি


ভালো না বাসতে বাসতে
ভালো করে ভালোবাসা ভুলে যাওয়া মানুষ
একফালি রোদ হাতে বিস্তৃত ছায়ার কাছে যায়
সবুজ আরামে টিয়াদের ঠোঁটে লাল সুখ
প্রখর রোদের জ্বালা ছায়া ভয় পায়

 
আমি যে তোর বন্ধু হয়ে আছি

আমি তোর বন্ধু হয়ে আছি
আমি তোর শত্রু-ও তো, জানিস?
আমার হাতে হাত রাখিলি কবে!
তীর-ধনুক আর বিষপেয়ালা, তা-ও?

ফাগুন এলেই প্রেমের পদ্য লিখিস
এমনি উড়াস শিমুল রঙের হাওয়া
রাত পোহালে কালবোশেখীর দিন
মনে করিস কিচ্ছু মনে নাই?

সত্যি রে তোর এমন সত্য জানা!
ঘাটের সিঁড়ি পিছল আবার হলে
হাত বাড়িয়ে থাকবো সেথায় ঠিক
আমি যে তোর বন্ধু হয়ে আছি



বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।