ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

সহস্রাব্দ : ‘সচেতন চিন্তাচর্চার পত্রিকা’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ৮, ২০১১
সহস্রাব্দ : ‘সচেতন চিন্তাচর্চার পত্রিকা’

সম্প্রতি বাজারে এসেছে ড. ফজলুল আলম সম্পাদিত চলমান সময়ের বিচিত্র বিষয় নিয়ে চিন্তাচর্চার কাগজ ‘সহস্রাব্দ’। এতে একই সাথে যেমন  স্থান পেয়েছে রাজনীতি, অর্থনীতি, পরিবেশ, বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গ; তেমনি রয়েছে কবিতা-গল্পের পাশাপাশি শিল্প-সাহিত্য, চলচ্চিত্র, বিজ্ঞান, সংস্কৃতিসহ চিন্তা উদ্রেককারী নানা বিষয়।

বর্তমান সংখ্যাটি সহস্রাব্দের প্রথম সংখ্যা, বেরিয়েছে ফাল্গুনে।

‘সহস্রাব্দ’র প্রকাশ সম্পর্কে সম্পাদক লিখেছেন, ‘সহস্রাব্দ মননশীল পত্রপত্রিকার জগতে নতুন। এর উপনাম ‘সচেতন চিন্তাচর্চার পত্রিকা’ অনেক ভেবেচিন্তেই দেওয়া হয়েছে, তবে সেটা অর্জন করাই পত্রিকাটির লক্ষ্য এবং সে লক্ষ্যেই আমরা কাজ করে যাবো। ’

চলতি এ সংখ্যায় লিখেছেন মনজুরে মওলা, বেলাল চৌধুরী, মুনতাসীর মামুন, এম এম আকাশ, এম আলী আসগর, জাকির তালুকদার, মোহিত কামাল, আবি আবদুল্লাহ, সুরজিৎ দাশগুপ্ত, ডনা আখতার, সারথী হোসেন, তানভীর আহমেদ প্রমুখ।

‘সহস্রাব্দ’ প্রকাশিত হবে প্রতি বাংলা মাসের শুরুতে। দাম ২০ টাকা

বাংলাদেশ সময় ১৬৩০, মার্চ ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।