ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

সায়েন্স-ফিকশনপ্রেমী হাসান খুরশীদ রুমী

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১
সায়েন্স-ফিকশনপ্রেমী হাসান খুরশীদ রুমী

ছেলেবেলা থেকেই আমি সায়েন্স ফিকশনের ভক্ত। ছোটবেলায় আমার মা আমাকে প্রথম দিকে যে বই পড়তে দিয়েছিলেন, তা হচ্ছে আলেক্সান্দার বেলায়েভের ‘উভচর মানুষ’।

এ বইটি পড়ার পরই আমি সায়েন্স ফিকশনের ভক্ত হয়ে যাই। পরে আগ্রহী হয়ে উঠি বিশ্বের বিখ্যাত সায়েন্স ফিকশনগুলো অনুবাদের প্রতি। এ পর্যন্ত অনেকগুলো সায়েন্স ফিকশন অনুবাদ ও সম্পাদনা করেছি।

আন্তর্জাতিক সায়েন্স ফিকশনের বিচারে দেখলে আমাদের এখানকার এ জাতীয় লেখাকে এতটা উন্নত মনে হয় না। এর একটা কারণ হতে পারে আমরা টেকনোলজিক্যালি পিছিয়ে আছি।

এবারের বইমেলায় আমার তিনটি বই প্রকাশিত হয়েছে। ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে আইজ্যাক আজিমভের সায়েন্সফিকশান গল্প ১০, স্টিফেন কিং-এর ‘সাইকেল অব দ্যা ওয়্যারউলফ’ ও ‘মাস্টার পিস অফ সায়েন্স ফিকশান’। আশা করছি আজিমভের সায়েন্সফিকশন সিরিজটি ১১ ও ১২ বের হলেই সমাপ্ত হবে।

বাংলাদেশ সময় ২২১৫, ফেব্রুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।