ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

প্রবাসী পাঁচ কবির বই

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১
প্রবাসী পাঁচ কবির বই

বাংলাদেশের অনেক প্রতিভাবান কবি-সাহিত্যিকই দীর্ঘদিন ধরে বসবাস করছেন দেশের বাইরে। কিন্তু তাই বলে তারা লেখা বন্ধ করে দেননি, বিদেশের মাটিতে বসেও লেখালেখি করে যাচ্ছেন, সমৃদ্ধ করে চলেছেন আমাদের সাহিত্যকে।

এবারের একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে প্রবাসে বসবাসরত এমন ৫ কবির কবিতা ও অনুবাদের বই।

ভাষাচিত্র থেকে প্রকাশিত হয়েছে ক্যানাডায় বসবাসরত আশির দশকের কবি মাসুদ খানের কবিতার বই ‘আঁধারতমা আলোকরূপে তোমায় আমি জানি’, অস্ট্রেলিয়ায় বসবাসরত কবি সুব্রত অগাস্টিন গোমেজের কবিতার বই ‘হাওয়া হরিণের চাঁদপরি’, ইতালিতে বসাবাসরত নব্বই দশকের কবি মজনু শাহর ‘জেব্রামাস্টার’। ধ্রুবপদ থেকে প্রকাশিত হয়েছে লন্ডনে বসবাসরত কবি মুজিব ইরমের কবিতার বই ‘লাল বই’  ও ছোটকাগজ কোরাস থেকে বেরিয়েছে আমেরিকার নিউ ইয়র্কে বসবাসরত কবি ফকির ইলিয়াসের ‘গুহার দরিয়া থেকে ভাসে সূর্যমেঘ’। এছাড়া শুদ্ধস্বর থেকে প্রকাশিত হয়েছে সুব্রত অগাস্টিন গোমেজের অনুবাদ কবিতার বই ‘স্বর্ণদীপিতা’ ও মুজিব ইরমের উপন্যাস ‘বারকি’।

বাংলাদেশ সময় ২২৩৫, ফেব্রুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad