ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

একুশে পদক গ্রহণ করলেন কবি শহীদ কাদরী

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১১
একুশে পদক গ্রহণ করলেন কবি শহীদ কাদরী

তোমাকে অভিবাদন প্রিয়তমা!
ভয় নেই এমন দিন এনে দেব
...সেনাবাহিনীর বন্দুক নয়, শুধু গোলাপের তোড়া হাতে
কুচকাওয়াজ করবে তোমার সামনে,
শুধু তোমাকেই তোমাকেই স্যালুট করবে তারা দিনরাত।

(তোমাকে অভিবাদন প্রিয়তমা)

কবিতায় এমন পঙ্ক্তির পর পঙ্ক্তি লিখে পঞ্চাশের দশক থেকে যে কবি বাংলাদেশের কবিতাঙ্গনকে মাতিয়ে তুলেছিলেন তিনি শহীদ কাদরী।

বলা চলে, পঞ্চাশ-উত্তর বাংলাদেশের কবিতায় আধুনিক মনন ও জীবনবোধ সৃষ্টিতে যে কজন কবির অবদান রয়েছে তিনি তাদের মধ্যে অন্যতম। ১৯৭৮ সালের পর থেকে এই কবি বসবাস করছেন দেশের বাইরে। জার্মান, ইংল্যান্ড হয়ে দীর্ঘ দিন হলো অবস্থান করছেন আমেরিকার নিউ ইয়র্কে।

ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ বছর একুশে পদক প্রদান করা হয় শহীদ কাদরীকে। কিন্তু কবি দেশে এসে এ পদক নেননি। তাই ৬ রোববার মার্চ শহীদ কাদরীর হাতে নিউ ইয়র্কে তুলে দেওয়া হলো এ পদক। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কবি পদক গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আবদুল মোমেনের কাছ থেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখক ও প্রাবন্ধিক মফিদুল হক।

বাংলাদেশ সময় ১৯২৫, মার্চ ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।