ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

ছোটকাগজ ‘কবিতাসংক্রান্তি’র শামসুর রাহমান সংখ্যা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১১
ছোটকাগজ ‘কবিতাসংক্রান্তি’র শামসুর রাহমান সংখ্যা

বাংলা কবিতার ঐতিহ্যিক ও বিবর্তনের ধারায় শামসুর রাহমানের কবিতা এক উজ্জ্বল অভিজ্ঞান। সংকটে, সংগ্রামে, প্রেমে, বিরহে তার কবিতার প্রাসঙ্গিকতা স্বীকৃত।

চণ্ডীদাস, চাঁদ সওদাগর যেমন তার কবিতার অনুষঙ্গ হয়ে উঠেছে, তেমনি সমান মর্যাদা পেয়েছে ডেডেলাস, ইকারুসও। আবার শহীদ আসাদ ও নূর হোসেনের মধ্য দিয়ে তিনি দেখেছেন স্বদেশের সংগ্রাম।  

এবারের মেলায় কবি শামসুর রাহমানকে নিয়ে পূর্ণ সংখ্যা প্রকাশ করেছে কবি রনজু রাইম সম্পাদিত ছোটকাগজ ‘কবিতাসংক্রান্তি’।

বর্তমান সংখ্যাটিতে শামসুর রাহমানের জীবন, সাহিত্য ও সৃষ্টিকে মূল্যায়ন করে গদ্য লিখেছেন আবু হাসান শাহরিয়ার, হাসানআল আব্দুল্লাহ, অনুপম হাসান, খালেদ হামিদী, হারিসুল হক, সৈকত হাবিব, কামরুল হাসান, হামীম কামরুল হক, হেনরী স্বপন, গোলাম কিবরিয়া পিনু, আমিনুল ইসলাম, সমীর আহমেদ, আহমেদ বাসার, রহমান মাহবুব, কচি রেজা, সাবরিনা আনাম, মোহাম্মদ নূরুল হক, মামুন রশীদ, আসাদ আহমেদ, বীরেন মুখার্জী। এছাড়া শামসুর রাহমানের জীবনপঞ্জি ও গ্রন্থপঞ্জি গ্রন্থনা করেছেন তপন বাগচী ও আশিক আজিজ।

‘কবিতাসংক্রান্তি’র দাম ১০০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলার লিটল ম্যাগ চত্বরে।

বাংলাদেশ সময় : ১৫৩৫, ফেব্রুয়ারি ২৭,  ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।