ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

বইমেলায় আলোচনা অনুষ্ঠানে বক্তারা

‘রবীন্দ্রনাথ নামক সূর্যকে প্রদক্ষিণ করছেন উত্তরকালীন লেখকেরা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

ঢাকা: শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বাংলাসাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাব পরিমাপ করা কঠিন। আসলে রবীন্দ্রসাহিত্য পাঠের পর কোনও লেখকের পে তাকে এড়িয়ে যাওয়া অসম্ভব।

তাই রবীন্দ্র পরবর্তী বিভিন্ন লেখক-সাহিত্যিকদের রচনায় তার প্রভাবের বিষয়টি সহজেই অনুমেয়। ’

সোমবার অমর একুশে বইমেলার মূলমঞ্চে ‘পরবর্তী লেখকদের উপর রবীন্দ্রনাথের প্রভাব’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘কাজী নজরুল ইসলাম, প্রমথ চৌধুরী প্রমুখ শক্তিমান দু’একজন লেখক রবীন্দ্রনাথের প্রভাব-বলয় থেকে বেরিয়ে এলেও তারা রবীন্দ্র অনুরাগী ছিলেন। ’

অনুষ্ঠানে মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘সাহিত্যের নানা আঙ্গিক বা কর্মকে ভেঙে একালে যে ভাবনা উচ্চারিত হয়, রবীন্দ্রনাথের রচনায় শতবর্ষ আগেই সেই ফর্মহীনতার ধারণা পাই। তার নাটকে আছে সংগীত ও নৃত্যের খেলা, ছোটগল্প-কবিতায় আছে নাটকের ব্যঞ্জনা। রবীন্দ্রনাথের অনেক ছোটগল্পই তো নাটকের এক একটা অসমাপ্ত টেক্সট। তার উত্তরপর্বের কবিতায় আছে চিত্রশিল্পীর তুলির টান। ’

তিনি বলেন, ‘রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় যেসব প্রান্তে রবীন্দ্রনাথের ব্যাপক প্রভাব পড়েছে তারমধ্যে বিশেষভাবে উল্লেখ করতে হয় নিম্নবর্গের জীবনচিত্রায়ণ, আদিবাসী জীবনের প্রতি ভালোবাসা, রাজনীতি সচেতনতা, কবিভাষা, ছন্দপরীক্ষা প্রভৃতি প্রবণতা। এখনকার সময়ে বাংলা কবিতায় নিম্নবর্গ ও আদিবাসী জীবন বহুমাত্রিক ব্যঞ্জনায় প্রাধান্য পেয়েছে। কিন্তু ভাবলে বিস্মিত হতে হয়, আজ থেকে প্রায় আশি বছর আগে রবীন্দ্রনাথ আদিবাসী জীবন নিয়ে কবিতা লিখেছেন, লিখেছেন নিম্নবর্গের জীবন নিয়ে। ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে কবি রবীন্দ্রনাথের যে ভূমিকা, উত্তরকালে তা-ই বাংলা কবিতার মহীরূহ হয়ে দেখা দিয়েছে। ’

প্রাবন্ধিক বলেন, ‘সূর্যকে কেন্দ্র করেই আবর্তিত হয় নত্রপুঞ্জ। রবীন্দ্র-উত্তরকালীন বাংলা সাহিত্যে বিষয়াংশ ও ভাষারীতি উভয় দৃষ্টিকোণে ভাব-পরিমণ্ডল, সংগঠন-নির্মিতি, কবিভাষা, উপযোগিতা, শিল্পিতা, যুক্তিবাদিতা- সর্বত্রই প্রবলভাবে উপস্থিত আছেন রবীন্দ্রনাথ। আর উত্তরকালীন লেখকেরা রবীন্দ্রনাথ নামক সূর্যকে প্রদক্ষিণ করেই হয়ে উঠেছেন এক এক জন নবীন নক্ষত্র। ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন বলেন, ‘রবীন্দ্রনাথের প্রভাব এখনও বহমান। এ সময়ের লেখকেরা যে আঙ্গিকেই লিখুন না কেন তাতে রবীন্দ্রনাথের প্রভাব সুস্পষ্ট। মূলত রবীন্দ্রনাথ একটি শৃঙ্খলের নাম। ’

তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের সাহিত্যকীর্তি থেকে সংগৃহীত উপকরণ ব্যবহার করে কোনও সাহিত্যসৃষ্টি চৌর্যবৃত্তি নয় বরং বিশ্বভাণ্ডার থেকে রসদ সংগ্রহের প্রয়াস মাত্র। ’

আলোচক বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের নয়নসম্মুখে নাই, নয়নের মাঝে থেকে তিনি আমাদের সংস্কৃতিকে সঞ্চালিত করছেন। এটাই উত্তর প্রজন্মের উপর রবীন্দ্রনাথের প্রভাব। ’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ বলেন, ‘শিক্ষা মানুষের জীবনের একটি মৌলিক বিষয় এবং সাহিত্য হচ্ছে শিক্ষার কাল্পনিক ভাষা। বাংলাসাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাব ব্যাপক ও সুদূরপ্রসারী। কেননা রবীন্দ্রোত্তর যুগের কবি-সাহিত্যিকরা তার প্রভাব থেকে খুব বেশি দূরে সরে আসতে পারেননি। ’

তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের বিশ্লেষণে সব সময় প্রিয়ভাষণ ঘটে। সেখানে বাক্-সংযম অসম্ভব। মানিক বন্দ্যোপাধ্যায়, মুকুন্দরাম প্রমুখের সাহিত্যে অসাম্প্রদায়িকতার ভিত্তি হচ্ছেন রবীন্দ্রনাথ। মূলত রবীন্দ্র-পরবর্তী লেখকেরা রবীন্দ্রনাথকে বর্জন করতে গিয়ে প্রকারান্তরে তাকে আঁকড়ে ধরেছেন। ’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সৌভিক রেজা বলেন, ‘বিংশ শতাব্দীর ত্রিশের কবিরা বিশেষত পঞ্চকবিগণ রবীন্দ্রনাথকে এড়াতে চাইলেও তাদের সাহিত্যকর্মে রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট। মূলত এসব কবি-লেখক রবীন্দ্রনাথের সাহিত্যে প্রভাবিত হয়ে স্বকীয় ধারা নির্মাণে সচেষ্ট ছিলেন। ’

তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের সাহিত্যকে উপলব্ধি করতে হলে তার দার্শনিকতা, পাশ্চাত্য সংলগ্নতা, ধর্মতত্ত্ব সম্যকভাবে পাঠ করা উচিত। ’

সন্ধ্যায় একই মঞ্চে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী লিলি ইসলাম ও নীলোৎপল সাহা। আর গোলাম মোস্তফা খানের পরিচালনায় ‘বেণুকা ললিতকলা কেন্দ্র’ পরিবেশন করে দলীয় সংগীত ও নৃত্য।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।