ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

বিধান রিবেরুর চলচ্চিত্র নিয়ে বই

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১
বিধান রিবেরুর চলচ্চিত্র নিয়ে বই

চলচ্চিত্র নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তরুণ লেখক ও সমালোচক বিধান রিবেরু। তার চলচ্চিত্র চর্চার ফসল সাম্প্রতিক বই ‘চলচ্চিত্র পাঠ সহায়িকা’।

এই বইতে মোট ছয়টি ভাগ রয়েছে। প্রথম ভাগে রয়েছে বাংলাদেশের চলচ্চিত্রবিষয়ক লেখা এবং এ দেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালকদের কাজ নিয়ে মূল্যায়নধর্মী রচনা।

দ্বিতীয় ভাগে দেশের বাইরের চলচ্চিত্রকে আনা হয়েছে চলচ্চিত্রবিষয়ক ইতিহাস, বিতর্ক ও তত্ত্বের আলোকে। তৃতীয় ভাগে এসেছে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আন্দোলন ও পরিবর্তন। চতুর্থ ভাগে রয়েছে দুই বিখ্যাত পরিচালক বেরিম্যান ও আন্তোনিওনির জীবনী ও বিশ্লেষণমূলক দুটি লেখা। দুজনের প্রায় একই সময়ে প্রয়াণের পর রচনা দুটি লেখা হয়।

পঞ্চম ভাগে রয়েছে একটি সাক্ষাৎকার। চলচ্চিত্র পণ্ডিত গাস্তঁ রোবের্জের ওই সাক্ষাৎকারে উঠে এসেছে মিডিয়া ভাবনা, চলচ্চিত্রবিষয়ক অভিজ্ঞতা এবং সত্যজিৎ রায়ের স্মৃতি। আর শেষ ভাগে যুক্ত করা হয়েছে একটি চলচ্চিত্র সমালোচনা।
বইটি প্রকাশ করেছে রোদেলা প্রকাশন।

বাংলাদেশ স্থানীয় সময় ০০১৫, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।