ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

অভিধানের ক্রেতাই বেশি

বই বিক্রির রেকর্ড গড়তে যাচ্ছে বাংলা একাডেমী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
বই বিক্রির রেকর্ড গড়তে যাচ্ছে বাংলা একাডেমী

ঢাকা: অমর একুশে বইমেলায় বাংলা একাডেমী প্রকাশিত বইয়ের বিক্রি ছাড়িয়ে যাচ্ছে বিগত বছরগুলোকে। রোববার পর্যন্ত প্রথম ১৩ দিনের হিসাবে এমন চিত্রই ফুটে উঠে।



গত সাত দিনে প্রায় সাড়ে ২০ লাখ টাকার বই বিক্রি করেছে বাংলা একাডেমী। আগের ছয় দিন মিলিয়ে গত গত রোববার (ত্রয়োদশ দিন) এ বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৩২ লাখ ৭২ হাজার ১৪৫ টাকা ৮০ পয়সা।

বাংলা একাডেমীর দেওয়া তথ্য অনুযায়ী, এ বছরের সর্বাধিক বিক্রি হয়েছে গত ১১ ফেব্রুয়ারি। ওইদিনের মোট বিক্রির অংক চার লাখ ৪২ হাজার ৪২৭ টাকা ৫০ পয়সা, যা আগের পাঁচ বছরেরও যে কোনও দিনের তুলনায় বেশি। এর আগে ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি সাড়ে তিন লাখ টাকার বই বিক্রি করেছিল একাডেমী।

দ্বিতীয় সর্বাধিক তিন লাখ ২৫ হাজার ২১৬ টাকা ৯০ পয়সার বই বিক্রি হয় ৪ ফেব্রুয়ারি। আর তিন লাখ ১০ হাজার ৬৭৭ টাকা ৫০ পয়সার বই বিক্রি হয় ১০ ও ১২ ফেব্রুয়ারি।

এছাড়া প্রথম দিন আড়াই ঘণ্টায় ৫৯ হাজার হাজার ৮৪০ টাকা, ২ ফেব্রুয়ারি দুই লাখ ১৩ হাজার ৫৯৯ টাকা ২০ পয়সা, ৩ ফেব্রুয়ারি দুই লাখ সাত হাজার ৯৭ টাকা ৫০ পয়সা, গত ৫ ফেব্রুয়ারি দুই লাখ ১৪ হাজার ৯১৪ টাকা ৩০ পয়সা, ৬ ফেব্রুয়ারি দুই লাখ ১০ হাজার ১৭০ টাকা ৮০ পয়সা, ৭ ফেব্রুয়ারি দুই লাখ ২৫ হাজার ৭৭ টাকা ৩০ পয়সা, ৮ ফেব্রুয়ারি দুই লাখ ৬১ হাজার ৫০১ টাকা ৮০ পয়সা, ৯ ফেব্রুয়ারি দুই লাখ ৪৬ হাজার ৪৬০ টাকা এবং ১৩ ফেব্রুয়ারি দুই লাখ ৪৪ হাজার ৪৮৫ টাকা ৫০ পয়সা।

একাডেমীর অন্যসব বইয়ের তুলনায় অভিধানের প্রতি আকর্ষণ বরাবরের মতোই অনেক বেশি। গত ১৩ দিনে ইংরেজি-বাংলা অভিধান ছয় হাজার, পাঁচ হাজারেরও বেশি বাংলা-ইংরেজি অভিধান, ব্যবহারিক বাংলা অভিধান প্রায় এক হাজার কপি বিক্রি হয়েছে বলে একাডেমীর বিপণন ও বিক্রয়োন্নয়ন উপবিভাগের উপপরিচালক জি এম মিজানুর রহমান বাংলানিউজকে জানান।

এগুলোর বাইরে ‘নজরুল রচনাবলী’ ও ‘আধুনিক ইউরোপের ইতিহাস বইদু’টিও বেশ ভালো বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

জি এম মিজানুর রহমান বলেন, ‘বাংলা একাডেমীর বই বিক্রি শুধু ফেব্রুয়ারি মাস বা বইমেলা কেন্দ্রিক নয়। সারাবছরই হয়। তাই এ মাসের জন্য আমাদের পৃথক কোনও বিক্রি লক্ষমাত্রা নেই। ’

উল্লেখ্য, এর আগে ২০১০ সালে এ সময়ের মধ্যে ২৪ লাখ ৮০ হাজার ৭৮৩ টাকা ৮৫ পয়সা, ২০০৯ সালে ২৬ লাখ ৩১ হাজার ৪২ টাকা ৫০ পয়সা, ২০০৮ সালে ২৭ লাখ ৬৩ হাজার ১৬২ টাকা ৯০ পয়সা, ২০০৭ সালে ১৮ লাখ ১০ হাজার ৩০৭ টাকা ৫৫ পয়সা এবং ২০০৬ সালে ১০ লাখ ১৯ হাজার ৩৫৮ টাকা ৪০ পয়সার বই বিক্রি হয়েছিল।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।