ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করলেন পবিত্র সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

ঢাকা: ‘নজরুল তারিখ অভিধান’ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। এটি নজরুলের জীবনী রচনার ক্ষেত্রে অপরিহার্য।

নজরুল গবেষকরা এ বই থেকে তাদের প্রয়োজনীয় অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন।

কথাগুলো বিশিষ্ট ভাষাবিদ ও কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. পবিত্র সরকারের।

বৃহস্পতিবার বিকালে অমর একুশে বইমেলার নজরুল মঞ্চে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. মাহবুবুল হক রচিত বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমী।

অনুষ্ঠানে আরেক অতিথি প্রাবন্ধিক ও গবেষক ড. গোলাম মুরশিদ বলেন, ‘এটি একটি চমৎকার গবেষণামূলক বই যা সকল পাঠকের কাছে সমাদৃত হবে। ’

একই অনুষ্ঠানে তারা শোভা প্রকাশিত ড. স্বরোচিষ সরকারের ‘অকারণ ব্যাকরণ’ বইটিরও মোড়ক উন্মোচন করেন। এসময় লেখকদ্বয় উপস্থিত ছিলেন।

‘অকারণ ব্যাকরণ’ প্রসঙ্গে ড. পবিত্র সরকার বলেন, ‘সহজভাবে ভাষার শুদ্ধ প্রয়োগ জানতে এ বইটি খুবই সহায়ক হবে। ’

আর ড. গোলাম মুরশিদের মতে, ‘বইটি সবার ব্যাকরণ ভীতি দূর করতে সক্ষম হবে। ’

এছাড়া প্রফেসর আনিসুজ্জামান জ্ঞানকোষ থেকে প্রকাশিত সাসির চৌধুরী তিনটি বই ‘চাঁদ বলো তুমি স্বতন্ত্র’, ‘কবি-কবিতা সমালোচনা ও বিবিধ’ ওনাসির চৌধুরীর প্রেমের গল্প’র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ঐতিহ্য থেকে প্রকাশিত সুজন মেহেদীর ‘টিভি রিপোর্টিং’-এর মোড়ক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।