ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শিল্প-সাহিত্য

বই ও বইমেলা নিয়ে সেলিনা হোসেন

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, ফেব্রুয়ারি ৭, ২০১১
বই ও বইমেলা নিয়ে সেলিনা হোসেন

আমাদের বেশিরভাগ বইই সাধারণত এই একুশের মেলাকে কেন্দ্র করে বের হয়। এভাবে কেবল একুশের মেলাকে কেন্দ্র করে বই বের হওয়ার মূল কারণ হচ্ছে, এ মেলাটাকে কেন্দ্র করে পাঠকদের বিশেষ আগ্রহ রয়েছে।

তাছাড়া বিভিন্ন মিডিয়া এ মেলাটাকে নানাভাবে হাইলাইটস করে। ফলে ব্যবসায়িকভাবে প্রকাশকরা বই প্রকাশের জন্য একুশের মেলাটাকেই বিশেষ অগ্রাধিকার দেন।

যদিও আমরা চাই বই প্রকাশ যেন সারা বছরই হয়।
 
গত বইমেলায় বের হয়েছিল আমার উপন্যাস ‘ভূমি ও কুসুম’। এবারের মেলায় বের হচ্ছে আমার উপন্যাস ‘যমুনা নদীর মুশায়রা’। বইটি মির্জা গালিবের পটভূমিতে লেখা। এটি প্রকাশ করছে ইত্যাদি। প্রথমা থেকে বের হচ্ছে ছোটদের উপন্যাস ‘ফুলকলি প্রধানমন্ত্রী হবে’, কথাপ্রকাশ থেকে বের হচ্ছে ‘শ্রেষ্ঠ প্রবন্ধ’ ও ‘প্রিয় মুখের রেখা’। অ্যাডর্ন  থেকে বের হচ্ছে একটি অনুবাদ বই ‘লাইফ ইজ বিউটিফুল’, এটি অবশ্য আমার মেয়ে লারার অনুবাদ। মিজান পাবলিশার্স থেকে বের হচ্ছে সাতটি উপন্যাস নিয়ে সংকলন।

বাংলাদেশ সময় ১৮২৮, ফেব্রুয়ারি ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।