ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

ছায়ানটে ৮ দিনব্যাপী রবীন্দ্র উৎসব

রবীন্দ্রনাথের চিত্র-প্রতিলিপি প্রদর্শনী ও নৃত্যোৎসব

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
রবীন্দ্রনাথের চিত্র-প্রতিলিপি প্রদর্শনী ও নৃত্যোৎসব

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্ম-জয়ন্তি উপলক্ষে দেশের অন্যতম প্রাচীন সাংস্কৃতিক সংগঠন ছায়ানট আয়োজন করে চলছে বছরব্যাপী নানা আয়োজন। সেই আয়োজনের অংশ হিসেবে ‘রবীন্দ্রনাথের হাতে হাত রেখে বাংলাদেশ’ শিরোনামে আট দিনের রবীন্দ্র উৎসব ধানমন্ডির ছায়ানট ভবনে শুরু হতে যাচ্ছে ২১ জানুয়ারি থেকে।



উৎসবের প্রথম ভাগে থাকবে রবীন্দ্রনাথের চিত্র-প্রতিলিপি প্রদর্শনী এবং দ্বিতীয়ভাগে থাকবে রবীন্দ্র-নৃত্যোৎসব।

ভারতের সমকালীন শিল্প-আন্দোলনের বিশিষ্ট চিত্রকর ও শিক্ষক কে জি সুব্রহ্মণ্যন চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন ২১ জানুয়ারি সকাল ১০টায়। প্রদর্শনীতে থাকবে রবীন্দ্রনাথের ৫৪টি চিত্রকর্মের প্রতিলিপি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর উদ্বোধনের পর ছায়ানট মিলনায়তনে ‘রবীন্দ্রনাথ ও চিত্রকলা’ বিষয়ে বিশেষ বক্তৃতা করবেন সুব্রহ্মণ্যন।

পাশাপাশি দুই দিনব্যাপী রবীন্দ্র-নৃত্যোৎসব শুরু হবে ২১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায়। প্রথম দিন ‘রবীন্দ্র-নৃত্যধারা’ শীর্ষক বক্তৃতা উপস্থাপন করবেন বিশিষ্ট নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়।

দ্বিতীয় দিনে একই সময় নৃত্যনন্দন পরিবেশন করবে শর্মিলা বন্দ্যোপাধ্যায় পরিচালিত নৃত্যনাট্য ‘চন্ডালিকা’।

এছাড়া এই নৃত্যোৎসবে একক ও দলীয় নৃত্য পরিবেশন করবেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, রাজশাহী ও খুলনার নৃত্যশিল্পীরা।

বাংলাদেশ সময় ১৮১৭, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।