ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই’, প্রতিবাদ সভায় বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
‘রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই’, প্রতিবাদ সভায় বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ

ঢাকা: শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ।

শুক্রবার (০২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বৃষ্টিতে ভিজে বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে তারা এ সমাবেশ করেন।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে অন্য দেশের প্রেসক্রিপশনে এই দেশ চলছে। এ মুহূর্তে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই।

তারা বলেন, ‘দেশের পরিস্থিতি দেখে আমরা হতবাক। কোনোভাবেই এটিকে স্বাধীন রাষ্ট্র মনে হচ্ছে না। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। পুলিশ যাকে-তাকে ধরে নিয়ে যাচ্ছে। ’

তারা আরও বলেন, বাংলার নিরীহ সন্তানদের গুলি করে হত্যা করা হয়েছে, কারাবন্দি করা হয়েছে, ঘরে ঢুকে নিরীহ মানুষ গ্রেপ্তার চলছে। এ মুহূর্তে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই, অন্য দেশের প্রেসক্রিপশনে এ সরকার এই দেশ চালায়। সংস্কার ছাড়া কোনো সরকার দেশকে ভালোভাবে চালাতে পারবে না।

সমাবেশে প্রখ্যাত গীতিকার শহীদুল্লাহ ফরায়জি, তরুণ কবি ও লেখক সাদাত হোসাইনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad