ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

ছোটকাগজ ‘ঋতপত্র’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১২
ছোটকাগজ ‘ঋতপত্র’

সম্প্রতি প্রকাশিত হয়েছে অরুণ সেন সম্পাদিত ছোটকাগজ ‘ঋতপত্র’। এটি মূলত কবিতার কাগজ।

প্রকাশিত হয় চট্টগ্রাম থেকে।

বর্তমান সংখ্যাটিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলি হলো যথাক্রমে— প্রবন্ধ, গুচ্ছ কবিতা, দুটি কবিতা, কবিতা, দীর্ঘ কবিতা ও অনুবাদ কবিতা।

প্রবন্ধ লিখেছেন আহমদ রফিক, সুনীল গঙ্গোপাধ্যায়, যোগেন চৌধুরী, করুণাময় গোস্বামী, মহাম্মদ দানীউল হক, প্রকৃতি চক্রবর্তী, শংকর নিয়োগী, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রাহুল দাশগুপ্ত ও সুস্মিতা সোম।
গুচ্ছ কবিতা লিখেছেন— নাসির আহমেদ, খালেদ হোসাইন, অমিত চন্দ, ওবায়েদ আকাশসহ ৯ জন কবি।

দুটি করে কবিতা লিখেছেন বেলাল চৌধুরী, অসীম সাহা, নমিতা চৌধুরী, নিতাই সেন, ওয়ালী কিরন, স্বপন মজুমদার প্রমুখ।

দীর্ঘ কবিতা লিখেছেন অরুণ সেন, দীপংকর রায় ও নাজিমুদ্দীন শ্যামল। এছাড়া একটি করে কবিতা লিখেছেন বটকৃষ্ণ দে, অরুণাভ সরকার, অরুণ দাশগুপ্ত, নাসের হোসেন, গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শুচি সৈয়দ প্রমুখ।

এছাড়া মহাকবি গ্যেটের তিনটি কবিতার অনুবাদ করেছেন সিদ্দিক আহমেদ, অজিত কুমার দাশ ও জয়ন্ত চৌধুরী।

অরুণ সেন সম্পাদিত ছোটকাগজ ‘ঋতপত্র’-এর প্রচ্ছদ করেছেন খালিদ আহসান, মূল্য ১২০ টাকা।

বাংলাদেশ সময় ১৪৫২, এপ্রিল ০১, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।