ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ১০ লাখ দিরহাম জিতলেন ভারতীয় শ্রমিক

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৫, আগস্ট ২৫, ২০১৬
আমিরাতে ১০ লাখ দিরহাম জিতলেন ভারতীয় শ্রমিক ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে আল আনসারীর তৃতীয় ধনকুবের পুরস্কার এক মিলিয়ন (১০ লাখ) দিরহাম জিতেছেন নানহাকু যাদব (৩৬) নামে এক ভারতীয় শ্রমিক।

বুধবার (২৪ আগস্ট)  দুবাইয়ের ডুসিট থানি হোটেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে যাদবের হাতে পুরস্কারের চেক তুলে দেন আল আনসারী এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার রাশেদ আলী আল আনসারী।

আমিরাতে ২০১২ সালে আগমনের পর থেকে দুবাই অবকাঠামো খাতে রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন যাদব। তার মাসিক বেতন ছিল মাত্র ১৩০০ দিরহাম।

পুরস্কার পেয়ে যাদব বলেন, ‘সত্যিই কল্পনাও করি নাই এই পুরস্কার আমি পাব। দেশে ফিরে নিজের গ্রামে একটি ছোট শপিং মল নির্মাণ করব। ’

বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ