ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

১ মিলিয়ন ডলার জিতলেন সেই ভারতীয়

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
১ মিলিয়ন ডলার জিতলেন সেই ভারতীয়

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিওনিয়ার সিরিজের ১ মিলিয়ন মার্কিন ডলারের টিকিট জিতেছেন ৬২ বছর বয়সী ভারতীয় মুহাম্মদ বশীর আব্দুল কাদের।

বশীর গত ৩ আগস্ট ভারত থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্সের বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ৩০০ আরোহীর একজন।

বুধবার (১০ আগস্ট) মুহাম্মদ বশীর আব্দুল কাদের সংবাদমাধ্যমকে জানান, গত ৬ জুলাই ঈদের ছুটিতে দেশে ফেরার পথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিওনিয়ারের একটি টিকিট কিনেছিলেন। ওই টিকিটে এ অর্থ পুরস্কার জিতেছেন।

ভারতের কেরালা দক্ষিণ রাজ্যর তিরুবনন্তপুরম জেলার একটি গ্রামে মুহাম্মদ বশীর আব্দুল কাদেরের বাড়ি।

১৯৭৮ সালে সংযুক্ত আরব আমিরাতে এসে একটি ড্রেজিং কোম্পানিয়ে কাজ শুরু করেন বশীর। ১৯৯৫ সালে তিনি ড্রাইভার হিসেবে আল মোতায়ের মটরসের যোগ দেন। বর্তমানে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তিনি।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ