ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আজমানে তিন দিনব্যাপী লিওয়া উৎসব শুরু

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
আজমানে তিন দিনব্যাপী লিওয়া উৎসব শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আজমান থেকে: সংযুক্ত আরব আমিরাতের আজমানে তিন দিনব্যাপী লিওয়া তারিখ উৎসব শুরু হয়েছে।  

বুধবার (২৭ জুলাই) আজমান সিটি সেন্টারের সামনে আমিরাত আতিথেয়তা হল রুমে এই উৎসবের উদ্বোধন করা হয়।

উৎসবের পৃষ্ঠপোশকতায় রয়েছেন- শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমি ও আজমান ক্রাউন প্রিন্সের সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ আম্মার বিন হুমাইদ বিন রশিদ আল নুয়াইমির।

তিন দিনব্যাপী উৎসবে সংযুক্ত আরব আমিরাতের রীতিনীতি, সংস্কৃতি, পরিচয় তার উন্নয়নসহ বিশেষ করে আমিরাতের ঐতিহ্যবাহী খেজুরের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং শেষ দিন শুক্রবার বিকাল ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত এই উৎসব চলবে।

উৎসবে সকলের জন্য উম্মুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ