ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আরব-আমিরাত

পাকিস্তানির ছুরিকাঘাতে বাংলাদেশি শ্রমিক খুন

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, জুলাই ২৬, ২০১৬
পাকিস্তানির ছুরিকাঘাতে বাংলাদেশি শ্রমিক খুন

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানি নাগরিকের ছুরিকাঘাতে বাচ্চু মিয়া (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি খুন হয়েছেন।

সোমবার (২৫ জুলাই) দিনগত মধ্যরাতে দেশটির রাজধানী আবুধাবীর শিল্পনগরী খ্যাত মোসাফফাহ-এর লাকি চান্স রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

 

নিহত বাচ্চু মিয়ার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে, তিনি তিন সন্তানের জনক। এই রেস্টুরেন্টে গত ৮ বছর ধরে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, রেস্টুরেন্টের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজের ভিত্তিতে মঙ্গলবার (২৬ জুলাই) সকালে সন্দেহভাজন তিন পাকিস্তানি নাগরিককে আটক করেছে আবুধাবী পুলিশ।

বাচ্চু মিয়ার মৃতদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্র।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ