ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আরব-আমিরাত

বাংলাদেশ স্কুলের উদ্যোগে আমিরাতে ইফতার মাহফিল

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
বাংলাদেশ স্কুলের উদ্যোগে আমিরাতে ইফতার মাহফিল

আমিরাত: বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

 

শুক্রবার (১ জুলাই) দেশটির রাস আল-খাইমাতে স্থানীয় এক স্কুল ক্যাম্পাসে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ইফতার মাহফিলে কোরআন তিলাওয়াত করেন আবুল মনছুর। দেশ ও বিশ্ববাসীর জন্য মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ কামাল।  

বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল এস. বদিরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রাস আল-খাইমাহ বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক এম এ মুছা, দুবাই কনস্যুলেটের শ্রম সচিব মিজানুর রহমান, উম্ম আল কোয়াইন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সৈয়দ আবু আহাদ, ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, রাজা মল্লিক, ইসমাইল গনি চৌধুরী, জহিরুল ইসলাম, আলহাজ্ব সফিক, জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার আলমগীর, জাকির হোসেন, তাফজ্জল, মীর আহম্মদ, সাহাব উদ্দীন, অধ্যক্ষ হাবিবুর রহমান ও আশরাফ উদ্দীন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ