ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আরব-আমিরাত

আমিরাতে বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের ইফতার মাহফিল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
আমিরাতে বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের ইফতার মাহফিল

দুবাই: পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত উম্ম আল কোয়াইন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উম্ম আল কোয়াইন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আব্দুল হাই চৌধুরী।

কেন্দ্রের কার্যকরী সদস্য এহসানুল হক চৌধুরীর পরিচালনায় মুহাম্মদ আরাফাত ইমদাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হাওয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্ম আল কোয়াইন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সৈয়দ আবু আহাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি জাকির হোসেন, কমিউনিটি নেতা ইসমাইল গনি, কমিউনিটি নেতা নরুল আলম আলম,  কমিউনিটি নেতা শাহানুর শাহিন, কেন্দ্রের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তৌহিদদুজজামান ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এনাম, কেন্দ্রের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, হুমায়ুন কবির জুবের।

উপস্থিত ছিলেন- বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, প্রচার সম্পাদক ইমদাদুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুস শুককুর, সহ সাংগঠনিক মোহাম্মদ ইসমাইল, ক্রীড়া ও শ্রম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন ফয়ছল, দপ্তর সম্পাদক কয়েছ আহমদ, কার্যকরী সদস্য খন্দকার মাসুদ আহমদ, ওমর পারভেজ, কমিউনিটি নেতা কিরন হোসেন, শাইদ আহমদ, কেন্দ্রের সদস্য কামাল হোসেন, হাবিবুর রহমান টিপু, নজরুল ইসলাম, ফয়জুর রহমান মহিব, শাহারুল ইসলাম সজিব, আহমেদ রেদওয়ান চৌধুরী, মহসীনুর রাজা মহসিন, রাজস বিশ্বাস, ইকবাল হোসেন, খলিলুর রহমান, বাছিত আহমদ, সফিজুর রহমান, মুহাম্মদ ইসমাইল, জুবের আহমেদ, আব্দুল জলিল, আবুল খায়ের চৌধুরী, তুষার হোসেন, সানোয়ার হোসেন, মিছবাহ উদ্দিন, সাহিদুল ইসলাম সাহেল, আবু জাহির, তৈয়ারিছ আলী খোকন প্রমুখ।

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সানোয়ার হোসেন মিয়া।

বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ