ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে পবিত্র শবে মেরাজ পালিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৩, মে ৪, ২০১৬
আমিরাতে পবিত্র শবে মেরাজ পালিত

আমিরাত: যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার দিনগত (০৩ মে) রাতে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শবে মেরাজ পালিত হয়েছে।  

আরব মুসলিম বিশ্বে ওইদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হয় ইসলাম ধর্মের মহিমান্বিত পাঁচ রজনীর অন্যতম পবিত্র শবে মেরাজ।

ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেন।

দিবসটি উপলক্ষে আমিরাতের দুবাই, আবুধাবী, আজমান, ফুজাইরাহ, শারজাহ, রাস আল-খাইমাহ ও উম্মে আল-কাইওয়াইনের মসজিদে মসজিদে ইবাদতে অংশ নেন বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের প্রবাসীসহ আরবরা।

মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুল-ভ্রান্তি, পাপ-তাপের জন্য গভীর অনুশোচনায় মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমাপ্রার্থনা করেন। তারা নফল নামাজ, জিকির, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিনম্র প্রার্থনা করেন। অনেকে শেষ রাতে সেহরি খেয়ে নফল রোজা রাখেন।
 
পবিত্র শবে (লাইলাতুল) মেরাজ উপলক্ষে আমিরাত মানব সম্পদ ফেডারেল কর্তৃপক্ষ সব সরকারি-বেসরকারি খাতের কর্মীদের জন্য বৃহস্পতিবার (৫ মে) ছুটি ঘোষণা করে।

দুবাইয়ে এ দিনের জন্য ফ্রি গাড়ি পার্কিংয়ের ঘোষণা দেয় দেশটির সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ)।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, মে ৪, ২০১৬
এএটি/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ