ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আরব-আমিরাত

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। তবে এতে কোনো বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।



শনিবার (১৯ মার্চ) আমিরাতের স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটের দিকে শায়খ মুহাম্মদ বিন জায়েদ রোড়ের শারজাহ আল-ইয়ালায়িন রাস্তার কাছাকাছি আল-হুদ গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

দুবাই জেবেল আলী থানার পরিচালক কর্নেল ড আদেল আল সুওইদি বলেন, শারজাহর দিকে যাওয়ার সময় আল-হুদ গোলচত্বরে দুই ট্রাক ও একটি শ্রমিক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।   

তিনি আরোও বলেন, বাসটিতে ৬২ জন শ্রমিক ছিল, এর মধ্যে ২ জনের মৃত্যু, ১৩ জন গুরুতর আহত এবং ২৮জন ছোটখাট আঘাত পায়। সব আহত শ্রমিকদের স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ