ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে আল-আবীর যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
আমিরাতে আল-আবীর যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দুবাই আল-আবীর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ মার্চ) আল-আবীর বিঅ্যান্ডবি রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতের আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম।



ইমাম উদ্দিন বাধনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ আল মামুন সরকার।  

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুবোদ চৌধুরী শিবু, বিশেষ বক্তা ছিলেন আমিরাতের কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন আমিরাত আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আইয়ুব আলী অলি চৌধুরী, আজমান আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম ভুইয়া, সাধারণ সম্পাদক এমএ রাশেদ, উম্ম আল-কোয়াইন আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ সেলিম বেপা‍রি, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ শিবলু, শারজাহ যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনাম হোসেন, দুবাই সেচ্ছাসেবক লীগের সভাপতি সাহাবউদ্দিন।

বক্তব্য রাখেন সালাউদ্দিন, রাশেদ, শামীম, রুপন শর্মা, মীর খালেদ, নাছির, সেলিম, মুরাদ ও মাহাবুব।

সম্মেলনে জাহিদ করিম চৌধুরী সভাপতি, ইমাম উদ্দিন বাধনকে সাধারণ সম্পাদক ও সেলিম চৌধুরীরকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ