ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আরব-আমিরাত

বিশ্বের সর্ববৃহৎ পাইকারি মার্কেট হচ্ছে আমিরাতে

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
বিশ্বের সর্ববৃহৎ পাইকারি মার্কেট হচ্ছে আমিরাতে

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বিশ্বের সর্ববৃহৎ পাইকারি মার্কেটের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
 
সম্প্রতি বিশ্বের সর্ববৃহৎ পাইকারি মার্কেটের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাখতুম।

 

সম্ভাব্য ৩০ বিলিয়ন দিরহাম ব্যয়ে দুবাই জেবেল আলী বন্দর ও আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত করে ৫৫০ মিয়ন স্কয়ারফিট বিশিষ্ট এই পাইকারি মার্কেটটি স্থাপিত করা হবে, যা শেষ করতে আনুমানিক ১০ বছর লাগবে।  

এই উন্নয়নের লক্ষ্য হলো বিশ্ববাজারে আগামী ৫ বছরে আমিরাতের অংশীদারিত্ব ৪.৩ ট্রিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৪.৯-এ উন্নীত করা।

পাইকারি মার্কেটে, গুদাম, পণ্যসম্ভার এবং রীতিনীতি সেন্টার, বীমা কোম্পানি, স্টোরেজ সমাধান, ব্যাংকিং পরিষেবার একটি সংখ্যা, সেই সঙ্গে আবাসিক ইউনিট এবং হোটেল অন্তর্ভুক্ত করা হবে।  

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ