ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বৃষ্টি, দেখা মেলেনি সূর্যের

আরব আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
আমিরাতে বৃষ্টি, দেখা মেলেনি সূর্যের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ, ফুজিরাহসহ বিভিন্ন স্থানে সকাল থেকে হালকা বাতাসের সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

বুধবার (৯ মার্চ) এ রিপোর্ট লেখা পর্যন্ত আমিরাতের স্থানীয় সময় দুপুর ৩টায়ও সূর্যের দেখা মেলেনি।



সরেজমিন দেখা যায়, দুবাইয়ের বিভিন্ন রাস্তায় যানজট। মানুষজন কম।

প্রবাসী মুহাম্মদ আল-আমিন হাসান বাংলানিউজকে বলেন, ভোরে কর্মস্থলে গেয়ে দেখি কাজ বন্ধ, অপেক্ষায় ছিলাম অনেক্ষণ। দুপুরের পর কাজ শুরু হবে মনে করছিলাম। কিন্তু বৃষ্টি না থামায় এখন বাসার দিকে রওয়ানা হলাম।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ