ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ক্রিকেটপ্রেমীদের বাঁধভাঙা উল্লাস

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
আমিরাতে ক্রিকেটপ্রেমীদের বাঁধভাঙা উল্লাস

দেরা দুবাই বাংলাবাজার থেকে: খেলা শুরু হতেই টেলিভিশন, ল্যাপটপ, মোবাইল কিংবা বাংলানিউজের আপডেট পর্দায় মনযোগ আমিরাতের ক্রিকেটপ্রেমী প্রবাসীরা। আবেগ আর বাঁধভাঙা উল্লাসে মেতেছেন সবাই।

 

রোববার (০৬ মার্চ) এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেট ম্যাচ শুরুর আগে থেকেই প্রবাসী বাংলাদেশিরা দল বেঁধে টেলিভিশনের সামনে বসে যান।  

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে আমিরাতসহ প্রায় পুরো উপমহাদেশ কাঁপছে ক্রিকেট জ্বরে।

প্রবাসী ক্রিকেটপ্রেমী মুহাম্মদ সাঈদ আহম্মেদ বাংলানিউজকে বলেন, বাংলানিউজে প্রকাশিত ‘মিরপুরে ঝড় ও বৃষ্টি’ শিরোনামের খবরটি চোখে পড়তেই মনটা কেমন বিষন্ন হয়ে গিয়েছিল।

সরেজমিন দেখা গেছে, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এক কাতারে বসে জয়ের আশায় প্রতীক্ষার প্রহর গুনছেন। চায়ের দোকান, সেলুন, বাংলাদেশি-ভারতীয়-পাকিস্তানি হোটেলসহ বিভিন্ন স্থানে টিভি সেটের সামনে বসে ম্যাচটি উপভোগ করছেন প্রবাসীরা।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
আরএইচ

** বাংলাদেশ-ভারত ফাইনালে উত্তাপ আমিরাতে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ