ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

বাংলাদেশ-ভারত ফাইনালে উত্তাপ আমিরাতে

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
বাংলাদেশ-ভারত ফাইনালে উত্তাপ আমিরাতে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেট ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাতেও। ম্যাচটি নিয়ে আগ্রহের কোনো কমতি নেই দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের।



দুবাইয়ে আল বাসমা গ্লোসারিতে কর্মরত মুহাম্মদ নেজাম উদ্দিন সাবলু বাংলাদেশের খেলা দেখতে ছুটি নিয়েছেন। বাংলানিউজকে সাবলু বলেন, টি-টোয়েন্টি এশিয়া কাপের বাংলাদেশ-ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচ বন্ধুদের সঙ্গে দেখার জন্য রবিবার দোকান থেকে ছুটি নিয়েছি।

ক্রিকেটপ্রেমী এই ব্যক্তি এবারের এশিয়া কাপে বাংলাদেশ দল নিয়ে অনেক আশাবাদী।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়ের সম্ভাব্য পারফরমেন্স নিয়ে বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে আমিরাতে সর্বত্রই চলছে নানা আলোচনার ঝড়। চায়ের দোকান থেকে সেলুন, রাস্তায় চলার পথে, কাজের ফাঁকে আলোচনার বিষয় একটিই, তা হলো— বাংলাদেশের ফাইনাল খেলা।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ