ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে মুনিরীয়া তবলীগের ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫২, জানুয়ারি ১০, ২০১৬
আমিরাতে মুনিরীয়া তবলীগের ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: সংযুক্ত আরব আমিরাতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে ‘মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ’ আমিরাতস্থ শাখা সমূহের উদ্যোগে বিশাল এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (০৮ জানুয়ারি) শারজাহ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরাতে সফররত কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লহুল আলী।



কমিটির সাংগঠনিক তদারক পরিষদের আহবায়ক আলহাজ নূর মোহাম্মদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির এশায়াত উপ-পরিষদের আহ্বায়ক মাওলানা মুহাম্মদ শফিউল আলম ও শারজাহ শাখার সচিব মাওলানা মুহাম্মদ মাহাবুল আলম বোগদাদী।  

মাহফিলে আমিরাতের প্রতিটি প্রদেশ থেকে প্রবাসী বাংলাদেশি ও আমিরাতে অবস্থানরত বিভিন্ন দেশের মুসলনরা মাহফিল প্রাঙ্গণে সমবেত হন।
 
মাহফিল শেষে প্রধান অতিথি দেশ-জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের এটি সর্ববৃহৎ পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) জমায়েত।

বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ