ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৪ ডিসেম্বর

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আরব-আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আমিরাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৪ ডিসেম্বর

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার।

দিনটি উপলক্ষে বুধবার (২৩ ডিসেম্বর) দিনগত রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন।



প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সংগঠনগুলো বুধবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করবে।

আরবি ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল সোমবার ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনকে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে।

ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে আমিরাতে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫ আপডেট সময়: ২০৩৩ ঘণ্টা.
আরএইচএস/আরএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ