ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আমিরাতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান ছবি: প্রতীকী

আমিরাত: অবৈধ অভিবাসীদের আটক করতে সংযুক্ত আরব আমিরাতে অভিযান শুরু করেছে সরকার। এ ঘটনায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েছে।



রোববার (২৯ নভেম্বর) ভোররাত (ফজরের আজান) পর্যন্ত দুবাই বাংলাবাজারের আল নুর ও বুড়ি বিল্ডিংয়ে অভিযান চালায় দুবাই পুলিশ ও সিআইডি।

আটক হওয়া প্রায় ৪/৫শ’ অভিবাসীদের মধ্যে ৭৫ শতাংশই বাংলাদেশি।
তবে এ পর্যন্ত কতজন বাংলাদেশি আটক হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

আল নুর বিল্ডিং ও বুড়ি বিল্ডিংয়ে অবস্থানরত অন্যান্য বাংলাদেশিরা বাংলানিউজকে বলেন, পুলিশের অভিযান অব্যাহত থাকায় আতঙ্কে দিন কাটছে তাদের।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ