ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
আমিরাতে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ছবি : সংগৃহীত

আমিরাত: বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত রাস আল খাইমাহ আওয়ামী পরিবার।

মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় রাত ৯টায় বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বিত করেন বিশিষ্ট সংগঠক এম এ মুছার।

 

অনুষ্ঠানে জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি পেয়ার মোহাম্মদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আশরাফ উদ্দীন, জয়নুল হক, ইঞ্জিনিয়ার তাফজ্জল, ইঞ্জিনিয়ার আসিফ কবির, মোহাম্মদ আজিম, রায়হান, সাহাব উদ্দীনসহ অন্যান্য নেতারা।  

ইফতার শেষে কেক কেটে জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ