ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বাংলাদেশ সমিতির নতুন কমিটির অভিষেক

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
আমিরাতে বাংলাদেশ সমিতির নতুন কমিটির অভিষেক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবী: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাজধানীর আবুধাবী বাংলাদেশ ইসলামিয়া স্কুল মিলানায়তনে এ নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।



কমিটির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ এমরান।

বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার, ইফতিখার হোসেন বাবুল, দিদারুল আলম, আশিষ বড়ুয়া, জাকের হোসেন খতিব, অধ্যক্ষ মীর আনিসুল হাসান।

অনুষ্ঠানের শেষে রাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ৩০ মে প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনকে সভাপতি, আব্দুল সালাম তালুকদারকে সাধারণ সম্পাদক ও নাছির তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যের এ কার্যকরী কমিটি করা হয়।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ