ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

সোমবার থেকে আমিরাতে মধ্যাহ্ন বিরতি শুরু

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
সোমবার থেকে আমিরাতে মধ্যাহ্ন বিরতি শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য মধ্যাহ্ন বিরতি শুরু হচ্ছে সোমবার (১৫ জুন) থেকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে মধ্যাহ্ন বিরতি শুরু হবে।

১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন মাস দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি অব্যাহত থাকবে। তবে শুধু মাত্র রমজানে সকাল ৫টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাজ চলবে।   রমজানের পর আবার মধ্যাহ্ন বিরতি শুরু হবে।

১১ বছর ধরে এ মধ্যাহ্ন বিরতি চলছে উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মাহের আল ওবায়েদ বলেন, প্রতি বছর যখন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে তখন কর্মীদের রক্ষা করতে এ প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়। এ আইন অমান্যকারী কোম্পানিকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা ও লাইসেন্স বাতিলের মতো শাস্তি দেওয়া হবে।

স্থানীয় একটি কোম্পানিতে কমর্রত শ্রমিক মুহাম্মদ শাহ জালাল বাংলানিউজকে জানান, আমিরাতে কয়েকটি কোম্পানি ছাড়া সব কোম্পানিতে রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত সকাল ৫টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ক্জ চলবে।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এসএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ